রাজকন্যা ও কবি
------------------------
রাজকন্যা  শুধায়,তুমি কেন
ডেকেছ আমায়?
কবি বলিলেন,গোস্তাখি মাফ।
আমি শুধু নিমন্ত্রণ জানাই।
কহে রাজার মেয়ে,
আমায় ডাকার সাহস তোমার হয় কেমনে?
কবি কহে,একবার আসো যদি
দেখো চোখ মেলে।
যদি না হও হৃষ্ট তুমি
রইলো এই নত  শির,
দিও না হয় ফেলে।


কবি  নিল  তারে
নিটোল নদী তীরে
পেখম মেলা  বাতাসে
রাজকন্যা হাসে।
বলল,এই ছিল না
এতদিন মোর কাছে ।


জৌলুশ বন্দী কত রাত
গেছে অকাল কাতরতায়
আহা কি মায়ায় এই হাওয়ায়
আজ মেলে দিলো সে দুহাত।


ফের কহে রাজার মেয়ে
আর কিছু আছে এর চেয়ে?
কবি কহে,যদি আসো সাথে
হেরি  আনন্দ পথ একসাথে।


সেই অনন্ত নক্ষত্র রাতে
রাজকন্যা কবির সাথে
ঘুরিল পথ হেরিল মাতে,
পথ শেষে রাজকন্যা শুধায়
আবার  কবে দেখা  হবে ?
কোন নদীর তীর বা পথে
চাঁদ ভরা জোছনায় বা
কোন এক  পরম রাতে।


বিষন্ন হয় চাঁদ বিষন্ন হয় কবি
বিষন্ন পথের হাওয়া
সব নিরব নিরুত্তর।
কেন বিদায় কেন এই  বিষন্ন ছবি,
এক ছিল রাজকন্যা এক ছিল  কবি।