রিখটার স্কেল
---------------------
আমি ভূমিকম্পকে পাত্তা দেই না।
এত বড় ভূমিকম্প হলো
অথচ তোমাকে দেখেছি অবিচল।
মাত্র বিশ ডেসিবেলের  মাত্রায়
কোন এক গভীর রাতে
আমি শুধু নাম ধরে ডেকেছিলাম
দেখেছি তোমাকে থমকে যেতে,
কেঁপে উঠতে দেখেছি হয়ে টলমল।


এই জনপদে বৃষ্টি হয়,ঝড় আসে
পায়ের নিচে মাটিও কেঁপে ওঠে
তবুও অবিচল থাকা তোমায় পেলাম।
চাঁদ জাগা এক রাতে
শুধু তোমাকে তোমার নামে ডেকে
বিচলিত কম্পিত করে দিয়ে
আমি রিখটার স্কেল ছাড়িয়ে গেলাম।


ভালোবাসার ডাকের  কম্পন
আর এর অনুরণন
কার সাধ্য মাপে,
রিখটার স্কেল, গানিতিক হিসাবের বাহিরে
সাহসী প্রেয়সী ও কাঁপে,
সে  অতি পুরাতন হয়েও
কাঁপিয়ে দেয়া এক প্রলয় স্পন্দন।
৫ ই মে,২০২৩