সংকটে সুন্দর
--------------------
আজকাল কবিতা কেউ পড়ে না,
কবিরা গেছেন ভাব নির্বাসনে।
আজকাল ফুল কেউ ভালবাসে না
দক্ষ মালিরা গিয়েছে নিখোঁজে।
রুটির খোঁজে কবি নেমেছে পথে
মালির ঠিকানা হয়েছে গ্যারাজে।


চিত্রকরের ছবি কেউ দেখে না,
শিল্পীর রংতুলি ডাস্টবিনে।
আজকাল গানের পাখিরা আসে না,
কন্ঠশিল্পী বসছেন রাস্তার ক্যানভাসে।


এখন অন্য সময়,এখন আর
কাল স্তব্ধ করে দেয়া কবিতা লেখা হয় না,
হয় না দেখা চমৎকার ফুলেন বাগান।
চমৎকার সুরের গান আর শুনিনা
হয়না দেখা অনির্বচনীয় ছবিতে তুলির টান।


রুটির তাওয়ায় আজ ছন্দ পোড়ে
কাগজের ফুল দিয়ে গ্যারাজ সাজায় মালি।
দেয়াল লিখনে রং হাতে চিত্রকর
গানের মানুষ রাস্তায় খোঁজে  ভিড়ের হাততালি।


এখন অন্য সময়,
লক্ষ্য রুটি আর উদর,
শিল্পীর অসময় আজ
সংকটে বন্দী  সুন্দর।