শঙ্খ সাদা হাত
______________


আমি বহুকাল ধরে
দিশাহীন পরিব্রাজক পথের পরে,
হিম পউষের বাতাসের শাসানি
উপেক্ষা করে।
ঠিক কি  বেঠিক রাস্তা ঠাহরে,
মরিচিকার আলোক চাতুরী,
অথবা মৃত স্বপ্নের ভেতরেও রেখেছি এক সত্যি  অটুট।
কত অগুনতি বেখেয়াল দিনে রয়েছি
বিমূর্ত ঘরে নিশ্চুপ অপেক্ষা করে।
যদি  জমাট হিম নিঃস্বঙগতায়
এক ঝলমলে আলোর দিনে
কোন এক শঙ্খ সাদা হাত
যদি ভালোবাসার  কড়া নাড়ে।


হাজার দিনের পথ হাঁটা
অযত্নে রাখা জীবন
লুকানো আমূল দীর্ঘশ্বাস
সবটাই দিব নির্বাসনে
অভিমানের আগল ভেংগে দিব ছেড়ে,
মনের জানালায় যদি ফাগুন ভিড়ে
বিরহী শীতে জমা মনের কপাট
সেখানে যদি পড়ে সেই হাত
কোন আলো ঝলমলে দিনে
কোন এক শঙ্খ সাদা হাত
যদি ভালোবাসার  কড়া নাড়ে,
আমিও এক লহমায় জানিয়ে দিব
ভালোবাসি
ভালোবাসি তোমারে।।