স্বপ্ন না হয় তোলাই থাকুক
-------------------------------------
কিছু স্বপ্ন না হয় তোলাই থাকুক
কোন বসন্ত  ফিরে আসুক
কিছু পথে নাই বা গেলাম
পথের শেষ নাই বা ছুলাম
না হয়  হলো পথচলা,
পথ টুকুতো তার চেনা থাকুক।


যে হাত হয়ত হয়নি ছোঁয়া
যে খোঁপাতে দেই নি  ফুল,
নাই বা হলো কাছে যাওয়া
এক নদীতে তরী বাওয়া।
সেই স্বপ্ন না হয় তোলাই  থাকুক
এক বসন্তে ফিরে আসুক।


নাই বা  রইলাম তার সনে
পেতে কান তব  হৃদয় তানে,
হয়তো কোন বিষাদ দিনে
হাত না ছুঁয়েও  যাব হৃদয় ছুয়ে
কোন বসন্ত ঘোরে সংগোপনে।
কিছু  স্বপ্ন না হয় তোলাই থাকুক
সেই বসন্তেই ফিরে আসুক।


২৪/৩/২৩