সিংহাসন আর রাজবাড়ি
-----------------------------------


আবার রাজপথে রক্ত ঝরবে
আগুনে জ্বলবে বাস গাড়ি
পুড়বে ঘর, পুড়বে  বাড়ি
জমবে লাশ সারি সারি।
শুধু মানুষের জন্য কেউ থামবে না
মানুষই মানুষের জন্যই থামবে না।
যেভাবে হোক আমাদের নিতেই হবে
নিতে হবে সিংহাসন
যেতে হবে রাজবাড়ি।


ছেলে হারা মায়ের চিল চিৎকারে মুখর হবে
শুনব বুক চাপড়ানো স্বজনের আহাজারি।
তবুও আমি আর আমরা থামব না
লিপ্সা আর জিঘাংসায়
খাবলে নিব, খুবলে নিব
অন্যের চামড়া মাংস অঙ্গ কেটে
পুড়িয়ে দিব।
চলবে আমাদের বুনো উল্লাস
চলবে জনপদে হিংস্র বাড়াবাড়ি।


শুধু মানুষের জন্য, ভাইয়ের জন্য
বোন কিংবা স্বজনের জন্য
কেউ থামবে না,
কেউ ছেড়ে কইবে না কথা।
এক দীর্ঘ রাস্তা লাশের সারি
কেউ দেখবে না,
রক্ত,অশ্রু, বেদনা বিলাপ
সব অস্পষ্ট কুয়াশা মাখা।
চোখে  মুখে এক চকচকে লিপ্সা
লক্ষ্যে সিংহাসন আর রাজবাড়ি।