সবুক্তগিনের দিন
---------------------------
শুরু হলো সবুক্তগিনের দিন
সকালে চা পরটার ওম
তারপর মোবাইলে তাকিয়ে
হাই ওঠে আরেক দফা ঘুম।
এভাবে শুরু করে সবুক্তগিন।


দুপুর এগারো ছুই ছুই
ভাবে সময় আছে ভুই।
মোড়ে কাছে  বাজারে
আড্ডার টপিকস হাজারে।


দুপুর বেলায় ভাত
দেরি হলো নির্ঘাত।
এরপর এলাতে এলাতে
ঠেকে বিকেল বেলাতে।


বিকেলের চা কই?
সাথে যায় কি খাওয়া?
পুরি নাকি মুড়ি
বসে যায় টেবিলে
দেরি করার সময় থুরি।

এবার আসে সন্ধা
কেমন লাগে মন্দা।
হলো কি?দেশের কি খবর।
মনুষ্যত্বের হলো যে কবর!!
চিন্তায় চিন্তায় চলে আসে রাত,
যাই হোক টেবিলে গরম ভাত।


খেয়ে দেয়ে চোখ ঢুলে
শরীর আসে এলায়ে
কত কাজ ছিল সারাদিন
ভুড়ি উল্টায়ে
নাক ডাকে সেই সুবক্তগিন।