সুখ পাখি আগুন ডানা
---------------------------------
পালকের  ফাঁকে  জ্বলজ্বলে আগুন
কেমন চুপচাপ জ্বলে,
ইচ্ছে হয় এক ঝলক আগুনে ছুয়ে দেই
তোমায়,
পুড়ে যাও তুমি, পুড়ে যাক হাত মুখ।


ভয় পেলে বুঝি,
আঁতকে উঠলে তাই না!!
জানো কি?তুমি জানো কি?
এর চেয়ে সহস্র গুন বেশি
আগুনে দাউদাউ জ্বলে আমার বুক।


তুমি, তোমরা যা ভাবো
সত্যি আমি তা নই তো,
একদমই আমি  তা না।
এখন ও আছি উড়ালে আমি
এক সুখ পাখি আগুন ডানা।


তাই আমি তোমায় ছোঁব না
বলব না একদম কিছুই,
নিয়তির বাধা নিয়মে যে মানা।
আমার শুধু নিরলস উড়ে যাওয়া
এক সুখ পাখি আগুন ডানা।