সুড়ঙ্গ
---------
আমি  সুড়ঙ্গ কেটে গেছি অনেকদিন,
ভরা পূর্ণিমায় কিংবা অমাবস্যায়।
কোদাল গাইতি চালিয়ে গেছি
এই মনের পাতালে।
বহুদিন রেখেছি হিসাব
তোমার ফাঁকা মনের ঘর অব্দি
পৌঁছাতে লাগবে কতদিন,
এক নিবিষ্ট পদ্মাসনে  বসতে
ওই মনের চাতালে হয়ে লীন।


এই যে  মাটির দুনিয়া
এর উপর দিয়ে ভর,
কত যে কষ্টকর
পৌঁছানো তোমার তর।
সব জায়গায় বাধা,
তুমি বাঁধা,আমি বাঁধা।
যেন সনাতনী  কৃষ্ণ রাঁধা
কিভাবে মিটে বলো এই ধাঁধা।
তাই তো নিরালায়, এত আড়ালে
আমি সুড়ঙ্গ কেটে গেছি মনের পাতালে।


তুমি দেখো, একটু একটু করে
একদিন পৌঁছে যাব তোমার মনের ঘরে
একদম নিশ্চিত চিরতরে।
এই বর্ষায়, আশ্বিনে,চৈত্রে,শীতে
গাইতি চালিয়ে গেছি মনের জমিনে।
এক দিন পৌঁছে যাব তোমার  ঘরে
কোন বসন্ত দিনে তোমার আঙিনায় তোমার তরে।