স্বর্ণলতা
------------
সেই তো কথা,
বিষাদ ব্যথা।
তোমার হৃদয়
আমার প্রেম
এ কেমন  আড়!
বিবাদেরই  স্বর্ণলতা।


কোন পাহাড়ে কষ্ট রাখি
কোন নদীতে  অশ্রু জমাই
কোন আকাশে চোখ মেলে
মেঘের কোলে বৃষ্টি নামাই।


আড়াল হয়ে চোখ রেখে
কেমন যায় বিরহ দিন
পাহাড় কষ্ট অশ্রু নদী
মেঘের মতো অভিমানী।


এই তো কথা
সেই বিষাদ সেই ব্যথা
জানতেই যদি
পাহাড় কষ্ট অশ্রু নদী।
কেন দিলে তোমার হৃদয়
আড় হলো এক নাজুক প্রেম,
মিলেছিল মন এক কাননে
সায় তো দেয় নি  বিধি।


এই পরিচয় সত্যি কি  হয়
সেই পুরোনো হিসেবী  কথা,
নির্বাসনে তুমি যাবেই যদি
কেন নিলে হাতে ঐ স্বর্ণলতা।