তবুও এক তুমি ছিলে
__________________


তবুও এক তুমি ছিলে
ছিলে অলঙ্ঘ্য দূরত্বে
পাহাড় সম বাঁধায়
এই রাজ্যে  রাজপ্রাসাদে।


এই  আমার তপ্ত দুপুর
আমার মেষ পালন ক্লান্তি
গাছের ছায়ায় বিশ্রাম
কষ্ট ভুলতে বাঁশির সুর
সবই   তোমার জানা ছিল।


আমিও জানতাম
ওই দূর প্রাসাদে কেউ আছে,
কেউ এখনো চোখ রাখে
মেষপালক জীবন দেখে,
অধীর কান  রয় বাতাস পানে
বাঁশিতে  বিষাদ না আনন্দে বাঁজে
সে তা ঠিক জানে।


আমার কাছে রেখেছি
তোমার পাঠানো সেই
এক গোছা  রেশম সুগন্ধি  চুল।
মাঠের ধূলা কাদায় ঘামে
পশুর গায়ের গন্ধে
জঙ্গলের বুনোফুলের মাদক
সব ছাপিয়ে দেয়
তোমার সুগন্ধি সওগাত।
আমার তাই কষ্ট হয়না
এই মেষপালক জীবনে
আমি এখনো পশু হইনি
এখনো আমার বাঁশি বাজে
সকাল দুপুর  সন্ধ্যা সাঁজে,
না হয় জীবন আসেনি  মিলে
তবুও তো এক তুমি  ছিলে।