তোমায় দেখব বলে
-----------------------------
বাতাসে কান পেতে থাকি
তোমার নুপুরের শব্দ শুনব বলে,
আকাশে চোখ দিয়ে রাখি
মেঘে ভাসা তোমার মুখ দেখব বলে।


ডাকবাক্স খুলি প্রতিদিন
একটা নীল খামের চিঠি আসবে বলে।
শীতের সকালে শিউলি তলায়
সমস্ত সকাল যায় অপেক্ষায়, তোমায় দেখব বলে।


কখন আসবে বলো দেখি
যখন বধির হবে শব্দের অনুভূতি,
কখন দেখব বলো দেখি
যখন কমবে চোখের জ্যোতি।


আমি এখনো তোমার অপেক্ষায়
রয়ে গেছি  পুরাতন ঠিকানায়,
শিউলিতলায় সময়  যায়
যায় বাকী সমস্তটা বছর
পলপল তোমার দিন গোনায়।


আয়নার  এককোনে তোমার টিপ
কেমন ঝাপসা হয়ে আসে আজকাল,
হাতরে হাতরে যায় আমার সকাল বিকাল।
তবুও আমি সজাগ টানটান হয়ে থাকি
এত সময় এত দিন  নিশ্চয় যাবে না বিফলে
অটল হয়ে অপেক্ষায় আছি, তোমায় দেখব বলে।