উপেক্ষা
-------------
খুব ইচ্ছে, হয়ে এক পাখি
পার হয়ে যাই দুঃখ নদী,
থাকুক ওই কষ্ট পাহাড়
থাকুক ওই উপেক্ষা তোমার।


আসুক এক নিরালা বন
একলা একা কিছুক্ষন,
অচেনা এক সুখ ছায়া
নির্জনে এক আনন্দ মন।


পাখি হয়ে মেঘ ছুঁতে
একবার আমি পারি যদি,
কষ্ট ছুড়ে হালকা হয়ে
পৌছে যাব শূণ্য অবধি।


ডানার ভরে উড়াল পাখি
উঁচু থেকে উঁচু উঠতে রাজি
এতটা তুচ্ছ দেখায় যদি
এভাবে ভুলে যাব আজি।
তাই থাকুক,
থাকুক ওই কষ্ট পাহাড়
থাকুক ওই উপেক্ষা তোমার।