যাদুকাটা
__________
তোমাকে বলি আকাশ নীলা
আমাকে নিয়ে যাও,
আমার যে মন টেকে না
থাকুক এই শহরের ইট কাঠ পাথর।
আমার জন্য আকাশ নীলা
শাড়ির জমিন আঁচল বহর,
সবটাই সবুজ করে নিও
খর চোখ হয়ে যাক নরম তর।
সবুজ পাহাড় ঘেষা নদী
আমি তার ঢেউ ছুঁতে চাই,
আমাকে দেখাও যাদু কাটা নদী
আমাকে দেখাও পূন্যভূমি
আমায় দেখাও ওই জলের শহর।