যদি তুমি জানতে, কেমন হয়।
----------------------------------------
দাড়িয়ে আমি ভাবি,
যদি তুমি জানতে, কেমন হয়?
কেমন হয় ক্ষুধার কষ্ট,
কেমন লাগে  হতে নষ্ট।
কেমন পিচ ঢালা রোডে হাঁটা
যখন মধ্য গগনে সূর্য স্পষ্ট।


কেমন লাগে একলা দুপুর,
কেমনে বসবাস দিকশূন্যপুর।
কেমন যায় শীতের বিকেল
নির্ঘুম নিশি যেন পাহারায় কুকুর।


যদি আমি জানতাম!
কেমন লাগে ভরাপেট ভাতঘুম,
শীতের রাতে ঘুম ঘুম  লেপের ওম।
গৃহী মানুষের যাপিত জীবন
সাজানো উঠানে শিশুর খেলা
কেমন হয় বধুর সুবাসিত কুম-কুম।


ব্যস্ত রাস্তার পাশে গলির ধারে
দাড়িয়ে ছিলাম আমি এক ভবঘুরে।
দুরের বাড়িতে পরিচিত এক গৃহী পুরুষ
স্ত্রী পুত্র পরিবারসহ সুখী নীড়ে।


ভবঘুরের সাথে
গৃহী মানুষের প্রায়ই দেখা হয়।
কেউ  না দেখে কেউ না জানে
তাদের জীবন কেমন হয়?