আমাকে আলোতে নিয়ে আসো
ঘর বন্দী আন্ধার আমার শরীরে
নীল বিষের মতো আটকে গেছে
আমাকে জীবনের সন্ধান দাও
মৃত্যুর আর্তনাদ আমাকে নিয়ে যাচ্ছে
বেদনার বিষাদ সাগরে
পৃথিবীর কোথাও কি ভালবাসা নেই,
প্রেম নেই?
এক চিলতে আলো,
একটা উদীয়মান চাঁদ,
একটা শিশুর হাসি,
প্রেমিকার একটা হাত,
একটা শিশির ভেজা রাস্তা,
একটা নিয়ন আলোর শহর,
কিংবা বয়ে চলা ছোট নদী,
পাল তোলা নৌকা,
ফুটতে থাকা গোলাপের কলি,
এসব কই আজ?
কেও একজন বলো,
আজ দক্ষিণের মাঠে ফরিং ধরতে যাবো,
শাপলা বিলে শালুক কুড়াবো।
দেখো কতটা বেগে আলোতে আসতে চাই।
আমাকে জীবনের সন্ধান দাও
ঘর বন্দী আন্ধার আমার শরীরে
নীল বিষের মতো আটকে গেছে
মৃত্যুর আর্তনাদ আমাকে নিয়ে যাচ্ছে
বেদনার বিষাদ সাগরে।