ফুলের মিছিলে অথবা মৃত্যুর দিকে
কিংবা সুখের অসুখে, ঘোর অন্ধকারে
যেদিকে মন চায় সেদিকে যেতে পার তুমি
অনন্ত স্বাধীনতা তুলে দিলাম তোমার হাতে
বেঁচে থাকাটা এখন পরিহাস
মরে যাওয়াটা দুর্ঘটনা
দুঃখ পুষাটা বিলাসিতা
ভেবে কি লাভ, কি হবে তাতে
তার চেয়ে বরং চলো
বারবার বেঁচে থাকার চেষ্টা করি
ফুল, সুখ,অসুখ, অন্ধকার,
দুঃখ, মৃত্যুর সাথে আতাত করে!!