দুয়ারে দাড়িয়ে কেন.....?
ভিতরে এসে বসো....
বসো ভাঙা চেয়ারটায়!
অনেকদিন পরে তোমাকে পেলাম!
ও হ্যা তুমি একা এলে যে?
তারপর বলো কেমন আছো?
আজ তোমাকে বলতেই হবে,
তোমার গত হওয়া গল্প আর
অনাগত কিচ্ছা কাহিনী।
দুর ছাই.... ভুলেই গেছি, দেখ ভুলে গেছি!
কার কাছে যেন শুনেছি, শুনেছি.....
তুমি নাকি আর শাহবাগে আসো না?
চিৎকার দাও না রাষ্ট্রীয় কোন দাবীদাওয়ায়!
দেখা যায় না কোন মিছিলে!
আসো না আর টিএসসি চত্তরে!
ও হ্যা মনে পরছে....
যে গাছটার ছায়ায় দাড়িয়ে
চায়ের কাপে ঠোট লাগিয়ে বলে যেতে
অনাগত স্বপ্নের কথা
সেই গাছটাই আমাকে বলেছে!
খুব ব্যস্ত হয়ে গেছ বুজি?
জানো আমিও পালিয়ে এসেছি!
সেই কবে এসব থেকে!
থাক এসব কথা.....
অনেকদিন পরে এলে!
কি খায়াবো তোমায়.....
কি যে খাওয়াবো তোমায়?
ও যা.... মনেই ছিলো না!
জানো রাস্থার মোড়ের চা ওয়ালা
অনেকদিন আগেই গত হয়েগেছে
নতুবা তোমাকে নিয়ে আর একবার চা খাওয়া যেতো।
এই শোনো....সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে!
অনেক দিন পরে পেলামতো তোমায়!
তাই বোধ হয় এমন হচ্ছে!
কিছু মনে করো না।
এই বলো,বলো না.....
তোমার পোষা বিড়ালটার কথা?
এখনো অনেক আদর কর বুজি!
মাঝ রাতে এখনো কি জোনাক ধরো?
কিংবা শীতের রাতে চোখ বোলাও প্রিয় কবিতায়,
এখনো কি বর্ষায় কদম না পেয়ে
অভিমানে কান্না করো অবিরাম?
নীল শাড়ীটা কি এখনো পরো?
কালো টিপ কি এখনো লাগাও?
কাজলটা কি লেপ্টে যায় চোখে?
এখনো কি আদর মাখা কণ্ঠে বলো কাউকে......
তোমাকে চাই তোমাকে চাই।
এই যা কত কি বলে যাচ্ছি!
কিছু মনে করো না,
অনেক দিন পরে যে পেলাম তোমায়!
কি ব্যাপার কিছুই যে বলছো না তুমি?
বলো কিছু তো বলো......
অনেক দিন পরে তোমাকে পেলাম!
কত কথা জমে আছে জান?
তোমাকে বলবো বলে
আমি শতাব্দী বছর ধরে নিশ্চুপ আছি?
যাক এসব কথা পরে হবে!
তুমি বল, ওমা কিছু বলছো না যে?
বলো না, কিছু তো বলো!
নির্বাক হয়ে গেছো  বুজি!
এতোদিন পর আমাকে দেখো!
দুর অনেক বাজে বকে যাচ্ছি...
এবার অন্তত এইটুকু বলো
"তোমার কি অসুখ করেছে খুব"
আরে বলই না, একবার শুধু আগের মতো করে!
তাও কিছু বলছো না যে?
...............................
আমি শুনতে পেলাম
কে যেন বলছে আমায়
অনেক রাত হলো এবার ঘুমান
চশমা চোখে দিয়ে দেখলাম
আমি ছাড়া কোথাও কেউ নেই!!!