একগুচ্ছ অন্ধকার
হিজলের বন থেকে পালিয়ে এসে
ঢেকে দিয়েছে আমার সমস্ত শরীর,
শিয়ালের দল আর পেঁচা
কখনো কখনো ধূসর বক
উড়ে আসে!
মানুষ কই? দেখি না তো?
নিঃসঙ্গতা বোধ হয় এমনই হয়,
অন্ধকার হিজল বনের মত!
একগুচ্ছ অন্ধকারে ঢাকা
আমার সমস্ত শরীর এখন
মানুষকেই চায়!
মানুষ কই? দেখি না তো?
সন্ধ্যা হলে ফিরে আসেে
ফিরে আসে পৃথিবীর সমস্ত নীরবতা
শিয়াল, পেঁচা কিংবা ধূসর বক
এতটা ক্লান্তি নিয়ে নীরব হয়
যেন প্রাণহীন পাতা ঝড়া বৃক্ষ!
আর আমার সফেদ চোখের
দৃষ্টি জুড়ে মানুষকেই চাওয়া!
মানুষ কই? দেখি না তো?