আজ আমার কোন ভাষা নেই!
খা খা চৈত্রের রোদে
সুদীর্ঘ রাস্তার পাশে বটবৃক্ষের ছায়ায়
একটু জিরোবার সময় এসে গেছে।
পৃথিবীর সমস্ত আয়োজন
একপাশ করে, আমার চলার ক্লান্তি
অবসর দিচ্ছে কই?
আয়নার সামনে যখন আমি দাড়ায়!
আমার মুখচ্ছবি
আমাকে ভেংচি কাটে!
পরম যত্নে আমিই
আমার মাথায় হাত বুলাই
শান্তনা দেই।
একদিন এই সুদীর্ঘ চৈত্রের পথ
ছোট হয়ে যাবে,
অন্যের কাঁধে চড়ে চলবো আমি,
এপ্রান্ত থেকে ওপ্রান্ত
আর দৌড়াতে হবে না!
ছোট হয়ে যাবে,
চলতে হবে না, ফিরতে হবে না
শুধু অবসর আর অবসর!
তবুও না পাওয়ার আবেগ
বেঁচে থাকার তীব্র আন্দোলন
অবসর দিচ্ছে কই?
আজ আমার কোন ভাষা নেই
বেঁচে থাকার আয়োজন পর্যন্ত
বেঁচে আছি এটুকুই জেনে রাখো
তোমাকে চৈত্রের খা খা রোদে
পোড়ানোর ইচ্ছা তো আমার নেই।।