আকাশে মেঘ জমলেই
তুমি চাইতে বৃষ্টি নামুক!
আমাদের শণের ঘরটা
তোমার ভীষণ প্রিয় ছিল,
আমি যখন হাহাকার করে
চিৎকার করে উঠতাম,
আর বিধাতাকে বলতাম
একটা ঘরও কি দেওয়া
গেল না আমাদের.....!
তুমি মুখ ফিরিয়ে হাসতে,
আর বলতে, কুপি বাতিটা
জ্বালিয়ে দাও আবার......
অন্ধকারে দম বন্ধ হয়ে আসে!
আমি বাতি জ্বালিয়ে......
মুগ্ধ হয়ে দেখতাম....
কি উজ্বল হাসি তোমার,
গালে লেগে থাকা এক ফোটা
বৃষ্টির জলে কতো সুন্দর তুমি,
আমি যখন নিশ্চুপ থাকতাম,
তখন তুমি বলতে থাকতে
এই যে জীর্ণ সিক্ত বিছানা,
কেরোসিনের ছোট্ট বাতি,
এ সবেই তুমি লেপ্টে আছো!
তোমার স্পর্শ পাই অবিরত!
আমার আজন্ম ভালবাসা!
আর আমি মুগ্ধ হতাম....
একজন মানবীর প্রেমে।