পৃথিবীর সমস্ত সংসার ত্যাগী প্রেমিকরা
আমার শিয়রে বসে তাকিয়ে আছে
সদ্য আসন প্রাপ্ত আমি
তাকিয়ে আছি প্রত্যেক প্রেমিকের ঠোঁটে
তাদের কপাল আর চোখে
যে ঠোঁট একদিন প্রেমিকার চুম্বনে সিক্ত ছিল
আজ তা খা খা চৈত্রের মাঠ
সমগ্র আকাশের বৃষ্টিও
ব্যার্থ হবে তার মলিনতা ফেরাতে
যে কপালে একদিন প্রেমিকা হাত রেখে বলতো
ভীষণ জ্বর পুরে যাচ্ছে সব
সে কপালে আজ টগবগ করে ফুটন্ত রক্ত
যে প্রেমিক তার সমগ্র দৃষ্টি দিয়ে তাকিয়ে ছিল
তার প্রেমিকার সুশ্রী দেহে
সেই চোখ আজ দৃষ্টিহীন
পৃথিবীর সমগ্র আলো তাদের চোখের ভিতর
আছড়ে পড়লেও
তাদের দৃষ্টিহীনতা কে অতিক্রম করবে না
তাদের ফ্যালফ্যাল চাহনি
সমগ্র ব্যর্থ প্রেমিকের প্রতিচ্ছবি হয়ে গেছে
তাদের বটবৃক্ষের মত মাথা
তাদের ছিন্ন বসন,আমাকে
আমার দিকে তাকাবার অবসর দেয় না
আমি যখন জিজ্ঞেস করি
হে মহান প্রেমিক কুল
কেমন আছ তোমরা
পৃথিবীর সমগ্র হাসি
ঠোঁটের কোণে জড়ো করে
সমস্বরে উত্তর দেয় "এ-ই বেশ ভালো আছি "
আমি শুধু বিড়বিড় করে বলে গেলাম
তোমাদের এই সুখ
সেতো ঈশ্বরের আশির্বাদ
ঈশ্বর তোমাদেরকে ভালবেসে
প্রেমিক বানিয়েছে
দিয়েছে অনন্ত স্বাধীন জীবন
আর তোমরা জেনো রাখো
হেলাল হাফিজের অমর বাণী
"মূলত ভালবাসা মিলনে মলিন হয়, বিরহে উজ্জ্বল "