যখন যুদ্ধ থেমে যায়,
কিংবা প্রেম অবেলায় পালায়!
পথিক তুমি কি চিন্তায় মগ্ন হও?
প্রেম অথবা যুদ্ধ নিয়ে?
তোমার বেদনারর্ত জীবন,
তোমার পঙ্গু দেহের অর্থ,
অথবা যুদ্ধ পূর্ব জীবন।
দুই টাকার নুন-ভাতের সুখ!
হারিয়ে যাওয়া ভাদ্রের পূর্ণিমা!
ভেবো না লাভ নেই,
মৃত্যু অব্দি যুদ্ধের শেষ নেই!
আর হ্যা....
আবশ্যই একদিন যুদ্ধ থেমে যাবে,
চলে যাবে প্রেম! আর.....
কিছু উদ্ভাস্তু মানুষের ভীরে হারিয়ে যাবে
তোমার বিকলাঙ্গ, বেদনার্ত দেহের আওয়াজ!!!