এই কালো দীঘির ঘোলা জলে
     শালুক ফোটে রোজ,
মৌমাছিরা পদ্ম ফুলের
     দো'বেলা নেই খোঁজ।


দু'ধার ভরা তাল নারিকেল
     বাবলা গাছের ঝোপ,
তারি মাঝে মাছরাঙা ঐ
     গিলছে, মাছের টোপ।


রোজই আসে বহুদূরের
     হাজার বকের ঝাঁক,
পানকৌড়ির ডুব দেওয়াতে
     একবারও নেই ফাঁক।


বকুল এখন ফুলের ডালি
     উপচে ধরে জলে,
রাজ হাঁসেরা ঘুরেই চলে
     বার-বারে পথ ভুলে।।