"সভ্য শুধু প্রতীক"
মুহাম্মদ মিরাজ উদ্দিন


সসীম না-কি অনাদি অসীম বিস্তৃত জনপদ
কি হবে যদি ঢেকে থাকে মনুষ্যত্বের পথ
মানুষ হয়ে মানুষ মারে এই কি কঠিন বিপদ ||


শ্রেষ্ঠ মানব আজ পশুর চেয়েও অধম
ক্ষমতা আর টাকার লোভে মানুষ মারে হরদম
ধর্মের দোহাই উচ্ছেদ করে লঘু জাতির দম ||


যেথায় ধর্ম করেছে জীব হত্যা বারণ,
মানব গোষ্ঠী শুধু করেছে গলাধঃকরণ |
এত সবের মূলে রয়েছে অর্থ আর ক্ষমতার কারণ,
ধর্ম ত শুধু নামের আর প্রতীকী উদাহরণ ||