"ভিন্ন রুপ"
মুহাম্মদ মিরাজ উদ্দিন


আমি তাদের দলে যারা নিন্দুক
মানুষের গিবতেই যাদের সর্ব সুখ,
মুখে ঘোর বিরোধী,ধর্মের দোহাই
তবুও সাজি নিন্দুক কারণ ছাড়াই ||


আমি তাদের দলে যারা মিথ্যাবাদী
কথায় প্রোপাগান্ডা ছড়িয়ে লুটে নিই সুবিধাদী
সোচ্চার আমি জনসম্মুখে করি সত্যের আবাদি
মুখোশের ভিড়ে এইটুকু সত্য, মিথ্যার ফলাদি ||


আমি তাদের দলে যারা অহংকারী
অযথায় দম্ভ আর শ্রেষ্ঠত্ব বহন করে চলি
ফাঁকা আমি বুঝতে দিই না, ভিতরকার যে শুধু খুলি
নিজেকে জাহির করে, তবুও মাথা উঁচু করে চলি ||


আমি তাদের দলে যারা মুখোশ ধারী
সকল সত্য লুকিয়ে,মিথ্যা খুলিটাই বহনকারী
আপাদ মস্তকে মানুষ, আদতে ভণ্ড
আমার প্রকৃতি কবিতার মতোই ছদ্মবেশধারী||