"সময়ের অভাব "
আজ কোথাও সময় নেই!!
দাঁড়ানোর মত সময় নেই
কথা বলার মত সময় নেই
কথা শুনার মত সময় নেই
নিজেকে খোঁজার মত সময় নেই!!
ব্যস্ত নগরীর আড়ালে বেঁধেছে শেওলা দেওয়ালে
কোথাও সময় নেই তবুও ছুঁড়িতেছি বেখেয়ালে,
হয়তো হারিয়ে যাবো আবডালে, অন্তরালে!!
আমি মহাবিশ্বের অতি ক্ষুদ্র প্রাণী ঠিক যেন উড়তে থাকা ফড়িংয়ের ছানা
সময় হারিয়ে, ব্যস্ত মনে আত্মিক শান্তি খোঁজা যেন এক সত্যিই হেয়ালিপনা!!