"বহুরুপী "
মুহাম্মদ মিরাজ উদ্দিন


নারী তুমি বেজায় সুন্দরী
তোমার-ই ছলনায় আমি কান্দিয়া মরি!!
নারী আবার তুমি মহিয়সী
তোমার-ই ছোঁয়ায় ফিরে পাই মুখের হাসি ||


গুণীজন করে গিয়েছে সদাসত্য বর্ণন
নারী তুমি করিতেছো পৃথিবীর অর্ধেক কর্ম সম্পাদন||
নারী আবার তুমি কঠিন শিলা পাথর
কখনো তুমি হও না যন্ত্রণায় কাতর ||


নারী তুমি প্রতিবাদী কণ্ঠস্বর, অশুভশক্তির প্রতিরোধক,
যুগে-যুগে তুমি করেছো জয় এই পৃথিবীর দিগ্বিদিক
আসলে-ই নারী তুমি অন্যায়- অপশক্তির প্রতিষেধক  ||


নারী তুমি আবার ফুলের মত কোমল মতি,
তোমায় নিয়ে লিখলে হবে না শেষ আমার অনুভূতি ||
আদতে তুমি এক সাহসী বহুরূপী ||