"বোকা প্রেমিক "
মুহাম্মদ মিরাজ উদ্দিন


তুমি ফিরবে না কখনও এই চেনা ঠিকানায়
এখানে আর ফুল ফুটে না তোমার ছোঁয়ায়
ধূসর মরুর বুকে, ঠিক হৃদয়ে, খাঁ খাঁ শূন্যতায়
সযত্নে বেড়ে উঠা গুল্মলতার একটু ছায়ায়
তোমার অস্তিত্ব খুঁজে পাবেনা হৃদয় এই মহীয়ায়||


তাইতো ফুল ঝরে, আসে না নতুন কুড়ি
নিঃশ্বাসের শেষ টুকুন ফুরিয়ে করবো আড়ি
জীবদ্দশায় তুমি গাইবে না আক্ষেপের কলি
আমি নিতান্তই কবিতায় তোমায় নিয়ে খেলি
সময়ের পরিক্রমায় তুমি অন্যের সুখের বলি ||


আমি  ব্যর্থ বোকা প্রেমিক, আক্ষেপ সারা জনমের
যদি আবার পেতাম স্পর্শ তোমার কোমল চরণের
বসন্ত ধরা দিতো, উৎসব নামিতো রঙিন ফুলের
সব মিথ্যে কল্পনা, তুমিই ধূসর মরুর ফুল এই মনের ||