"মধ্যবিত্তের স্বপ্ন "
মুহাম্মদ মিরাজ উদ্দিন


আমি স্বপ্ন দেখিনা বহুদিন,
হতে পারে আমি নিস্তেজ।
ভিতর পুড়ে চূর্ণবিচূর্ণ , হাহাকার, চিৎকার
দেখে না কেউ, কারণ আমি নিস্তেজ।
ভীত আমি কেঁপে উঠি ক্ষণে, ভেবে
কি হবে আমার? আমি ত স্বপ্ন লস্য!!
রঙিন স্বপ্ন উঁকি দিতো মনে
বয়সের বাঁধ ছিল যখন সতেরো কিংবা আঠারোর তলে।
স্বপ্ন বুনিতাম, বিশ্ব করবো জয়
আজি একুশ পেরিয়ে দেখি স্বপ্ন হারিয়ে ক্ষয়।
নিতে নাহি চায় ভার,
তবুও নিতে হয় কর্তব্যের শান।


চিন্তায় পড়ে কপালে ভাঁজ, চোখের নিচে কালি
সাদা হয় চুল কি করি এখন??
মস্তিষ্কের  রক্ত হয়  ক্ষরণ ||
তাইতো স্বপ্ন দিয়েছে ফাঁকি, হয়েছে নিস্তেজ।
পাহাড়সম ছিল ইচ্ছা,
মরে গিয়েছে সেই এক করুণ কিচ্ছা।।
আদতে, এটা এক মধবিত্তের চেষ্টা  ||