"মার্চ সমাচার "
মুহাম্মদ মিরাজ উদ্দিন


যে মার্চ তুলে ছিল গর্জন
কালে হারিয়েছে সর্ব অর্জন
যে মার্চ দিয়েছিলো স্বাধীনতার ডাক
এখন শুধুই তা নামের হাঁক ||


যে মার্চ ছিল  বজ্র কণ্ঠের
লুটেরা করেছে তা শুধু স্বার্থের
যে মার্চ ছিল ভরা অনুপ্রেরণায়
অর্ধশত পেরিয়ে আজ শুধু তা হেলায় ||


যে মার্চ ছিল রেসকোর্সে লোকারণ্য
সাহসে, প্রতিবাদে, রক্ত ঝরায় ছিল অনন্য
যে মার্চ দিয়েছিলো স্বাধীনতার প্রতিশ্রুতি
মুজিব ছিল সোনার বাংলা গড়ার স্থপতি ||