" টাকার নেশা  "
মুহাম্মদ মিরাজ উদ্দিন


আলোকিত সমাজ আজ অন্ধ,
মরিয়া হয়ে পড়েছে টাকার জন্য
সবার ভিতরে চলিতেছে তাই দন্ধ ||


রক্ত টগবগ, শিরা উপশিরায় সঞ্চালন
জীবন যাবে তবুও থাকবেনা এই নেশার আস্ফালন!!
নেশার ঘোরে আশা ঘুরে হবো বড় সাব
কে ঠেকায় আমায়, মানুষ দেখে বলে ওরে বাপ রে বাপ ||


বুঝাবে কে হায়!!
আজ মরিলে কাল হয়ে যাবে ছাই
থাকবেনা এইসব বড় সাবের টাকার গরম ভাই ||


শান্তির নীড়ে শান্তি ফিরবে যদি থামে এই দ্বন্দ্ব
সমাজ আবার হবে আলোকিত,
সকল অন্যায় হয়ে যাবে বন্ধ ||