অপ্রকাশিত কষ্ট চাপা পড়ে থাক,
তবুও দেখাবো না এই মনের করুন আর্তনাদ||
হাজারো যন্ত্রণা বুকের ভিতরে গাঁথা,
আমি ত পুরুষ তাই এই মনে নাইকো ব্যথা||
আত্ম চিৎকার শুনে না পৃথিবী, শুনে মুখের কথা,
শত কষ্টে ও জানাতে চাইনা তাই তার হৃদয়ের কথা||


সদা গতিশীল তারা, পরমাণুর মত ছুটে চলে অবিরাম
কাঁধে তুলে নিয়ে বোঝা,
আমি ত বলতেছি অক্লান্ত পরিশ্রমী পুরুষের কথা||
রোদ,বৃষ্টি, ঝড়-জলোচ্ছ্বাস,
করতে পারে না তাদের কখনও কাবুকাত,
কেননা তাহারা খোদার সৃষ্টি এক কঠিন মাখলুকাত||


রক্ত-মাংসের শরীরে ক্ষতবিক্ষত তাদের মন,
তবুও করেনা ত চিৎকার,
বুঝিতে চায়না কেউ তাদের ভিতরের হাহাকার,
এটাই হয়তো পুরুষ মানুষের আত্ম চিৎকার ||