আমের মুকুলেরা ফিরে এসেছে আবার, এসেছে নতুন পাতা।
এমন দিনে আমি এসেছিলাম বহুদুর থেকে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে।
আজ একটি বছর পর আবার হল দেখা
আমায় ওরা বলে,
ওহে পথিক! থমকে কেন আছ?  এই শীত নিদ্রা ভেংগে জেগে ওঠ, তোমাকে  তো যেতে হবে অনেক পথ।
উত্তরের হাওয়া মৃদু হচ্ছে ক্রমেই।
দখিনা হাওয়া আবার ফিরে এলে লজ্জায় মুখ লুকাবে তুমি।
জীবন পথে থামতে যে নেই, চলো নতুন উদ্যমে।