রিম ঝিম এই বৃষ্টি যেন বনলতা সেন, দু দন্ড শান্তি এনে দেয় যখন নিত্যকার ছুটে চলায় আমি ক্লান্ত।


এই বৃষ্টি যেন কোন রুপবতী তরুনী, যার রুপের ধারা এই মন টাকে করে স্নিগ্ধ,  যাকে দেখলে নেশা লাগে। যার ছোঁয়ায় শিহরন জাগে।


এই বৃষ্টি যেন মায়াবী ঘুমের দেবী,  ঘুম এনে দেয় আমার চঞ্চল সন্তানের দুস্টু চোখে।


ঝরে চলো অবিরাম ওগো বৃষ্টি, তোমার ঐকতান থামলেই বিশৃঙ্খল হয়ে উঠবে এ পৃথিবী , এই প্রশান্তি আমি চাই না হারাতে।