কিছু বুঝে ওঠার আগেই, জীবন টা গলিত লোহার মত  ছাঁচে  পড়ে এক বিদঘুটে আকার নিয়েছে, যেমন টা চেয়েছে এ সমাজ।


হাজারো অনাচারে বেধেছে আমাকে আষ্টেপৃষ্ঠে, মুক্ত হতে দেবে না কোন মতেই। বাঁচতে দেবেনা নিজের মত করে।


দিনে দিনে এ সমাজ হয়ে উঠছে আরো নারকীয়। যা কিছু ভাল অবশিষ্ট ছিল, তা দুষিত হচ্ছে নিত্য নতুন উপায়ে।


প্রাণ থেকে প্রাণে ঘটছে রিপুর সংক্রমণ,
হিংসার আগুনে পুড়ে খাক হয়েছে মানুষের মন।
আজ কেউ কারো আপন নয় যেন।


সততা এ সমাজে হয়েছে হাস্যকর,  তাই সে আজ নির্বাসিত । কে কত বড় ঠগ, তারই যেন চলছে প্রদর্শনী।


কায়িক শ্রম হয়েছে লজ্জাকর, শ্রমিকের শোষন হয়েছে সমাদৃত। আমাদের শিক্ষা হয়েছে শ্রমের অন্তরায়।


এ সমাজ আমাদের বন্দী করেছে এক দুষ্টচক্রে, আমি এই চক্র কে বৃদ্ধাঙ্গুলি দেখাই। এ সমাজের সকল উদ্ভট নিয়ম কে আমি বিদ্রুপ করি।


বাঁচব আমি আমার মনের মত করে, তোমাদের আরোপিত মূল্যবোধ কে লাথি মেরে।