প্রচন্ড বিষাদময় একটি কাব্য যেন শুনলাম সেদিন সকালে। বুকে কাঁপন ধরানো, চোখে জল এনে দেয়া বিভীষিকাময় একটি কাব্য।


//দুটি গুলির শব্দ, একটি মানুষের গোঙানো, শিশু আর নারীর কান্না,  অতঃপর মুহুর্মুহু গুলির শব্দ //


পৃথিবী র সর্বসংক্ষিপ্ত বিষাদকাব্য যেন।


বেশ কয়েক বছর ধরে শুনেছি, কখনো সাদা কখনো কালো বা নীল পোশাকে রাতের আঁধারে তারা আসে, তুলে নিয়ে যায় তাদের শিকার  ঘুমন্ত স্ত্রী, কন্যা,  মাতা, পিতার পাশ থেকে।


শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, হয় তো আমারই মত অভ্যস্ত হয়ে গিয়েছিল লোক টি।
অবশেষে একদিন তার দুয়ারে কড়া নাড়ল কালো পোশাকের দানবে রা।
বুঝতে আর বাকী ছিল না, আজ ছাড়তে হবে এই মায়ার সংসার।


নানান ফর্মালিটিস শেষে যখন বন্দুকের নলের সামনে আবিস্কার করল নিজেকে, একটু ও অবাক লাগেনি, তখন শুধু অপেক্ষা মৃত্যু কে আলিংগনের।


স্ত্রী, কন্যাদের মায়া ভরা প্রিয় মুখ গুলি কে শেষ বারের মত স্মরন করে, সমুদ্রতট থেকে ধেয়ে আসা বাতাসে শেষ নিঃশ্বাস টি বুকে ভরে তখন  অপেক্ষা বিলীন হবার।