আমি স্বপ্ন দেখি, বিস্তৃত সবুজ ঘাসের প্রান্তর, খোলা আকাশ, নির্মল বাতাসের।


আমি স্বপ্ন দেখি, দখিনা বাতাসে আমার আঙিনায় ছায়াময় গাছের পাতা কেঁপে উঠবে কোন একদিন।
আমার বাগানের আম আর লিচুর ডালে দস্যি ছেলের দল ছুড়বে ঢিল।


স্বপ্ন দেখি, আবার কোন এক দিন বিল থেকে ধরে এনেছি শিং আর কই,সাথে ক্ষেতের নির্বিষ পুঁই  শাক ছিড়ে রেঁধেছে তৃপ্তি র সালুন আমার গিন্নি।


স্বপ্ন দেখি তারাভরা রাতে, ঝিঁঝিঁ পোকার ডাক শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি। আবার জেগে উঠেছি বুলবুলি আর শালিকের গান শুনে।


স্বপ্ন দেখি কোন একদিন বুক ভরে নিয়েছি নিঃশ্বাস।