উষ্ণ রোদ ছড়িয়ে থাকে বারান্দায় রোজ সকালে, আমায় ডাকে সুখের আলিংগনে।


সে ডাকে আমি কখনো  তেমন সাড়া দেই না, কারন সুখ যে থাকেনা  মনে।


মনে থাকে না শান্তি, শুধুই অতৃপ্তি,  শুধুই ছুটে চলা ক্যারিয়ার সচেতন এ জীবনে।


সুখের রোদ তোমায় মুঠো ভরে মাখব সারা গায়ে, যেদিন শেষ হবে এ ছুটে চলা,
সেদিন তুমি দেবে কি সাড়া আমার আহ্বানে?