তুমি আসবে একদিন,
রোদেলা কোনো দুপুরে রক্তিম সূর্য্যে;
জল ভরা চোখে অপূর্ন আঁশা নিয়ে
সুখের নেশায় ছিলে অপূর্ণতা নিয়ে আসবে।
সেই নবীনের হৃদয় থাকবে না
মরিচিকায় ভঙ্গুর হয়ে ক্ষয়ে যাবে।
তুমি আসবে না জানি, নবান্নের সময়;
আসবে নবান্নের শেষে ঝরা ফুল হয়ে ;
থাক না সময় থেমে এখন নিশিত কালে।
তুমি আসবে একদিন
ঝড়ো বাদলার দিনে,মেঘের আড়ালে কালো অনামিশায়,
তুমি আসবে কোন এক রাতে,
ভরা পূর্ণিমার আলো হাতে নিয়ে
সেই দিন হবে হয়তো হাজার বছর পর।
থাকবো না আমি হয়তো এই ধরার মাঝে,
থাকবে শুধু তোমার আমার ভালবাসার নীঁড়।
................(বিন্দুমাত্র_প্রাণ)