বসন্তের কৃষ্ণচূড়ার রক্তিম জাগরণ মাতৃ ভাষায়


হৃদয়ের বাণী প্রকাশের অপূর্ব  মাধুরী মাতা র ভাষা


দেশের ভাষা  মনের মমতায় তৃষ্ণা মেটায় মধু মাখা


এ ভাষাতে যাদু ই ভরা গানে সারা ভুবন মাতিয়ে তুলি ।


ভাষা আন্দোলনের ভাষা দিবস আমাদের অহংকার


বাংলা ভাষা বিশ্বে  ফাগুনের আগুন ছড়িয়ে দিচ্ছে শোভা


মায়ের ভাষা প্রাণের ভালোবাসা , সত্তার অনন্ত ভরসা


বাংলা আমার চারু ভাষা , প্রত্যাশায় ধন্য করেছে আশা ।


মায়ের ভাষা আল্লাহর সুরভি দান , যা স্ব দেশের প্রাণ


এ ভাষা রেখেছে মোদের সম্মান , অপার করেছে অম্লান


বাংলার প্রকৃতির সাথে বাংলা ভাষার অদ্ভুত মিল


মুখরিত রাখি বুলি তে  দেশের পথ-ঘাট , সবুজ বিল ।


গগন , পবন , চন্দ্র , তারার সনে বাংলায় করি গল্প


মায়ের বোল মাতার দুধের ন্যায় খাঁটি তা নয়তো অল্প।  


বাংলা গান ,গল্প , উপন্যাস , ছড়া , কবিতা মহীর সেরা


মা-ভাষা থাকবে আজীবন হৃদয়ে সাদরে আদরে ঘেরা


জন্ম-মৃত্যুতে মাতৃ ভাষা সবার অবিনাশী দীপ্তির সাথী


আমরা লিখবো , পড়বো , ভাবে স্ব- ভাষায় হবো মহারথী ।


মহান ভাষার জাগরণে অপশক্তির বিরুদ্ধে লড়বো


সুবর্ণ  উক্তি র চেতনায় দীপ্ত শপথে এ দেশ গড়বো


দেশ প্রেম দিয়ে ভাষা শহীদের রক্তের দাম দেবো।