বাংলাদেশ
লজ্জিত আমি মিরাজ
এই আমার দেশ,
এখানে মানুষ  হত্যা হয় নিরাপরাধে।
দূর্নীতি কারীদের দখলে দেশ।
অত্যাচার আর অবিচারে হত্যা করা হয় মানুষ।


এই আমার দেশ,
এখানে দূর্নীতির সাথে হয় পাল্লা।
তাদের অত্যাচারে
কান্না করে অদৃশ্য আত্মারা তবুও
নরপিশাচরা ঘুরে বেড়ায় প্রকাশেই,
রক্ত শোষকের নেশায়।
এই আমার সোনার বাংলাদেশে
দেখতে হয় মানুষ নামক
পশুদের রঙিন পর্দায়।
এই আমার স্বাধীন বাংলা,
যেখানে হত্যা করা হয়
দিনের আলোতে মুক্ত এবং
স্বাধীনচেতা মনুষ্যত্বকে।