চালাক না, আমি সহজ-সরল!
আজকাল সবাই বলে — "আমি খুব সাধারণ",
কেউ বলে না — "আমি চালাক"।

আসলে আমরা সবাই কম-বেশি বুঝি, জানি, চিন্তা করি।
তবুও সরল সেজে থাকি —
কারণ চালাক বললে সন্দেহ হয়,
সরল বললে সম্মান জোটে।

চালাক হতে চাওয়ার চেয়ে
ভালো মানুষ হতে চাওয়াটাই যেন বড় চালাকির কাজ।

নিজেকে কখনোই ছোট ভাবো না।
তুমি চালাকও, সচেতনও —
শুধু তোমার হৃদয়ের সরলতা মানুষকে ছুঁয়ে যায়।

#ভাবনার_পাতা
#সহজ_সরল_হয়ে_বাঁচি
#চালাকির_পেছনে_ভালোবাসা