একজন বোহেমিয়ান তোমার সম্মুখে দাড়িয়ে,
ভালবাসার জন্য আজ শেষ সীমাবিন্দু প্রান্তে দাড়ালাম।
রাগী চোখে দাড়িয়ে আছো,
ভাবছো-বাউন্ডুলে,বোহেমিয়ান একার্থক।
যে নিজের অস্থিরতা,তাড়নার বেগের ভরে অলিগলি, উপগলি,বিশ্বজুড়ে যার স্থিরতা নেই।
সে ভালবাসার কি বুঝবে?
এই অস্থিমজ্জা যতোটা প্রানিবিদ্যার মতন বাস্তব,ততটা বাস্তব এদেহে-পান পাতার মত হিয়ায় ভালবাসার অবস্থান, শেষ কোন চিহ্ন থাকবেনা।
ভালবাসার রংয়ের,অবস্থার পরিবতর্তিত রূপ আছে।
আয়তন শব্দটির একটা সীমিত অর্থ আছে।
তাই আয়তনিক পরিমাপের কোন ভালবাসা নেই।
অসংজ্ঞায়িত, অশেষ ভালবাসতে পারি বলেই আমি কবিতার উত্তরীয় পেয়েছি।
এবং উত্তেরীয় পেয়েছি বলেই তোমার খাস মহলের লীজ নিতে এসেছি।