(অ)


দুচালা শনের রাজ প্রাসাদের ফটকের সম্মুখে দাড়িয়ে।
দারিদ্রের দূত ডাকে,
মা! ওমা!
একটা সুসংবাদ আছে!
শুনোমা,আমি একটা টিউশন পেয়েছি।
এখন আমার স্বাক্ষরতা স্বীকৃতি পত্র নিয়ে দুশ্চিন্তা করোনা।


(আ)


একটি সুসংবাদ আছে,
শুনো।বলছি।
বলবো?
বল।
না থাক আজ না!
বলোনা-
শুনতে এতো ছটফটানি কেনো?
বুক কাঁপছে!
বলবো?
হুম,বলো শুনবো!
বলছি তাহলে-
বলো-শুনি।
ভালবাসি তোমায়।