কোন মিষ্টি প্রভাতে জানালার ফাঁকে-
সূর্য যেমন তোমার গালে কিরণ আঁকে,
আমি তোমাতে ঘিরে থাকা সূর্যের-
ওই অধিকারটুকু ভাগাভাগি করে নিতে চেয়েছি,
কই, কখনো সবটুকু আলোই নিজের আয়নায় পড়ুক আমি চাইনি;
কিছুটা তোমার পানে প্রতিফলিত হোক,


কখনো ঘুম থেকে জেগে উঠে আমার কথা-
মনে পড়তেই মুচকি হাসির কারণ হতে চেয়েছি,
তোমার দিনের হাসিমাখা শুরুতে আমি তোমার শুরু হতে চেয়েছি,
কই, কখনো তো সেই হাসির সবটুকু আমি নিজের করে নিতে চাইনি;
কিছু তোমারও থাকুক,


হুট করে কোন মন খারাপের রাতে -
আঙিনায় বসে যখন তুমি জ্যোৎস্না স্নান করো,
তোমাতে মিশে চাঁদের শোভায়-
আমি নিজের অস্তিত্বকে খুঁজতে চেয়েছি,
কখনো রাতের কুয়াশা, ভোরের ঘাস হয়ে জড়াতে চেয়েছি আত্মার গহীনে;
ভালোবাসার সিক্ততায়,তবু কখনো চাঁদের সাথে তোমার লাবণ্যের তুলনা করিনি;
চাঁদের কলঙ্ক আছে যা তোমাতে নেই,


তোমার ওই খোলা আকাশের মত মুক্ত চোখে ডুবে থাকি যখন,
অভিমানী হয়ে ভাবি-
যদি ঈগলের মত ওই মেঘেদের সাথে প্রেম হতো;
মজে থাকতাম তোমার ওই চোখের গানে,
তবু কক্ষনো আমি তোমার আকাশকে খাঁচায় বন্দি করতে ইচ্ছে করিনি,
তুমি তোমাতে বিরাজ করো;


…ভালোবাসি তাইতো করিনি