আজ বিশটি বছর পেড়িয়ে গেছে,
আমি বাকহীন, ক্ষতবিক্ষত–আমি উদাসীন
মানব হৃদয়ের চিত্রকর যিনি,
তিনি তো নন আত্নম্ভরি, নন তো তিনি যত্নহীন
তবু কেন কেউটের মত বিষদাঁত আঘাত হানে–
কোমল প্রাণে? প্রশ্ন আছে প্রভুর তরে,
মনুষ্যত্ব হেরেছে যার কাছে।


আজ চোরাবালিতে নিশ্চিহ্ন স্মৃতিচারণ,
আমি অসাড়, নিলীন–আমি গম্ভীর
যেখানে সাতরঙ স্বপ্নের স্বর্গ আঁকে,
তা তো নয় বিবর্ণ, নয় তো তা কলুষিত
তবু কেন সময়ের ব্যাপ্তি যুগে যুগে তীব্রতা–
হারিয়েছে তার? সোনালী রঙের কিরণ ভুলে
ক্রমে ঘনিয়ে নিষ্প্রভ রুপধারণ।


আজ সহ্যের সীমারেখা পেড়িয়ে আত্মার আর্তনাদ,
আমি বিষন্ন, নিরুপায়–আমি ক্ষুন্ন
বুকের মাঝে এমন এক ভালোবাসা আছে,
তা তো নীড়হারা নয়, নয় তো তা তুচ্ছ
তবু কেন মানব হৃদয় প্রাণে প্রাণে স্বর্গ খোঁজে–
বাছে পথ আত্মহত্যার? প্রশ্ন আছে নিয়তির তরে,
ভালোবাসায় যার অভিসম্পাত।