কোন বিকেলে মনে পরে বলেছো আমায়
আকাশের নিলীমা গিয়ে মিশেছে কোথায়?
তোমার—
কপালের মাঝে যে ওই কালো টিপ আছে,
নিলীমার শেষরাত তারই ভুবন মাঝে।


সকালের কাঁচা রোদ গাল ছুঁয়ে যায়
সুখের চিহ্ন আর দিশেহারা প্রাণে,
কোন টানে, কোন গানে আমারে ভোলায়
তোমাতে মিশে থাকি জোনাকিরা জানে।


তুমি হাসলে পরে ডানা মেলে দিগন্তের পাখিরা
রাত্রির শেষভাগ মিশে ভোর জাগে,
ব্যাঙের ছাতার নিচে ঠাই নেয় স্বপ্নেরা
বাতাসের ঘ্রাণও যেন তুমি তুমি লাগে।