কবিতা পড়তে লাগে না বিশেষ কোনো ক্ষণ,
তবে তা লিখতে বেশ সময় নেয় কবিগণ।
আমিও তাদের মতই হতে চেয়েছিলাম একজন কবি,
মনের মধ্যে তব আঁকা শুরু করলাম বহু ছন্দময় ছবি।


আমার প্রথম কবিতায় লিখেছিলাম-
এক মানসীর নীড়ে।
যার অক্ষিদ্বয়ের মায়ায় আটকেছিলাম
লাখো মানুষের ভীড়ে।
তবে কে সেই মানসী?
যাকে কখনোও বানাতে পারিনি আমার প্রেয়সী।


লিখেছিলাম আমার দ্বিতীয় কবিতায়-
সেই মানসীর ছদ্মনাম।
যার মুখখানা যেন হাসি মাখায়
বাড়িয়েছে মানবজীবনের দাম।
তবে কে সেই মানসী?
যাকে কখনোও ভাবাতে পারিনি প্রেমের জৌলুসী।


আবারও চলে এসেছিলাম সেই মানসীর তীরে,
তবুও লিখতে পারিনি তার তরে মোর প্রেমকে ঘিরে।
কেন? তা জানতে ইচ্ছে করে?
কারণ আমাকে ছেড়ে সে গিয়েছে দূরে সরে।
তবুও তার অপেক্ষায় গ্রহণ করেছি এক ব্রত,
কবিতা থেমে গেলেও থেমে যায়নি কবির প্রেমের স্রোত।