মেনে নিয়েছি এক মহাসত্য,
প্রেমের সাথে আমার যে রয়েছে এক দীর্ঘ দূরত্ব।
আমাদের মধ্যে রয়েছে একশত মাইলের ব্যবধান,
তাই চেয়েও করতে পারি না ভালোবাসার আদান-প্রদান।
এই পৃথিবীতে সুন্দর হয় সকল ভালোবাসা,
কিন্তু এটি যে আমার নিকট এক মিথ্যে আশা।


তোমায় যেবার দেখেছিলাম প্রথমবার,
আমার হৃদয়ে বেজেছিল প্রেমময় ঝংকার।
সেই ঝংকারে যা শুনতে পেলাম ,
তা শুনেই হলাম
তোমার ভালোবাসার গোলাম।


কিন্তু সেটি ছিল কেবলই একপাক্ষিক অনুভূতি,
প্রেমের পুকুরে ডুবে আমি তব হারিয়েছি নিজের শ্রুতি।
কত করে চেয়েছি তুমি দেখো আমার দিকে,
কিভাবে তোমার জন্যে নিজের জীবনকে করছিলাম ফিকে।
এভাবে আর কতদিন করতে হবে তোমার তরে অপেক্ষা?
বলবে নাকি কেবলই করবে আমায় উপেক্ষা?